সূত্রের খবর, অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিনটি ছয় মাস বা আরও কম সময় কার্যকর করা যেতে পারে, আগামী ৬ মাস বা তার কম সময়ের মধ্যে ভ্যাকসিন আসতে পারে এই ভ্যাকসিন। ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সহযোগিতায় এই ভ্যাকসিন পরীক্ষার প্রক্রিয়াতে এগিয়ে রয়েছে৷ ইতিমধ্যেই ইংল্যান্ড সরকার একবার অক্সফোর্ড ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে৷
করোনা লাফিয়ে লাফিয়ে বাড়তেই চিন্তার ভাঁজ পড়েছে বিশ্বের তাবড় তাবড় লোকেদের। তার মাঝেই করোনায় আক্রান্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। জানানো হয়েছে যে ষাটের বেশি বয়সীদের প্সাটেরেই ভ্যাকসিন দেওয়া হবে এবং তারপর ধীরে ধীরে তার থেকে কম বয়সী বা যাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি, তাদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে৷ ৫০ বছরের বেশি বয়সী লোকেরা থাকবে তারপরের তালিকায় এবং তার থেকে কম বয়সীরা ভ্যাকসিন পাবেন তারপর৷
সব মিলিয়ে ক্রমানুযায়ী এক এক করে দেওয়া হবে এই ভ্যাকসিন যার ফলে এই রোগ কমতে অনেকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের ন্যাশনল হেলথ সার্ভিস (এনএইচএস) এই ভ্যাকসিনকে গণ টিকা শুরু করবে বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, করোনায় সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রতে আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি, তৃতীয় স্থানে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা প্রায় ১লাখ ৪৪ হাজার। আর ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১,০০,৮৪২ জনের।