দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় চাষীদের কপালে পড়েছিল চিন্তার ছাপ। চাষবাস ঠিক করে হয়ে উঠছিল না। শ্রাবণের শেষে এসে অবশেষে সদয় বরুণদেব। ছিঁটে-ফোঁটা বৃষ্টি ছেড়ে অবশেষে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ঝুলিতে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আজ সকাল থেকে মাঝারি বৃষ্টির মুখ দেখেছে কলকাতাবাসী সহ দক্ষিণবঙ্গ। আগামীকাল, বুধবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপর নিম্নচাপ অক্ষরেখা অবস্থিত রয়েছে। এখন টানা কিছুদিন বিক্ষিপ্ত বৃষ্টির মুখ দেখবে পশ্চিমবঙ্গ। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।