সত্যজিৎ রায়ের পরিচালিত ‘জয় বাবা ফেলুনাথ’ এর ‘ফেলুদা’ আজ খুবই অসুস্থ। কিছুদিন আগেই এই বর্ষীয়ান অভিনেতা করোনায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি-চলছে অক্সিজেন। বর্তমানে তাঁকে রাখা হয়েছে আইটিইউ’তে। করোনার যেই লক্ষন দেখা যায় তার সবকটি এখন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে প্রকট হয়েছে। ক্রমশ শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ অনিয়মিত বছর ৮৫ র এই কিংবদন্তী অভিনেতার।
মিন্টো পার্ক লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ২৪ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে চার সদস্যের মেডিক্যাল বোর্ড চিকিৎসা করছে অপুর। ইতিমধ্যে সৌমিত্রকে কয়েক বার অক্সিজেন দেওয়া হয়েছে, ফুস্ফুসের অতিরিক্ত চাপ এড়াতে। কোভিড এর পাশাপাশি সৌমিত্রর ‘ক্যান্সার-প্রেশার-সুগার-সিওপিডি’ এই চারটি সমস্যা রয়েছে, এই জন্যেই মেডিক্যাল বোর্ড বসে গেছে। স্পেশ্যাল যত্নের সঙ্গে সুস্থতার পথে এগালেও শারীরিক অবনতি শুরু হয় সকাল থেকেই।
সূত্রের খবর অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর থেকেই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছিলো। সেদিন তিনি শ্যুটিং ফ্লোরেই ছিলেন। সৌমিত্র একটি ডকু-ফিুচারের জন্য শুটিং করেন ভারতলক্ষ্মী স্টুডিয়োয়। সেখানে প্রায় ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন। যেহেতু সেদিনই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয় তাই ওই ২০-২৫ জন আপাতত হোম কোয়ারেন্টাইনেই আছেন।
অপুর হাসপাতালে ভর্তির খবর শুনে মুখ্যমন্ত্রী ট্যুইট করে তাঁর সুস্থতা কামনা করেছেন। এহেন টলিউডের প্রত্যেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের কথা ভেবে চিন্তিত। তাঁর আরোগ্য কামনা করে অসংখ্য ভক্ত ট্যুইট করেছে।