নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিন পর উৎসবে ভাসবে গোটা দেশ। করোনা পরিস্থিতির কারণে গত বেশ কয়েক মাস ধরে যেভাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তাতে কিছুটা স্বস্তির অক্সিজেন দেবে এই উৎসবের মরশুম। কিন্তু আদৌ স্বস্তি দেবে? নাকি উৎসব শেষে আবার করোনার ভয়াল রূপ দেখতে পাবে গোটা দেশ ? এই প্রশ্নই এখন সকলের মনে ঘুরছে। ইতিমধ্যেই পুজো নিয়ে বেশি মাতামাতি করা ভাল হবে না, এমনটাই রাজ্যের ডক্টরস ফোরাম একটি চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে। তবে দেশব্যাপী ভারতের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হযেছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, দেশ জুড়ে বেড়েছে সুস্থতার হার। পাশাপাশি কমেছে করোনায় মৃত্যুর হারও।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫৯ লক্ষ ৮৮ হাজার ৮২২ জন। এর ফলে দেশে করোনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৫.৮ শতাংশ। আজ, শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দেশ জুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ লক্ষ ৭৯ হাজার ৪২৩।
শনিবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) টুইট করে এ বিষয়ে জানিয়েছে, ৯ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে ৮ কোটি ৫৭ লক্ষ ৯৮ হাজার ৬৯৮ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯ অক্টোবরেই করোনা পরীক্ষা করানো হয়েছে ১১ লক্ষ ৬৪ হাজার ১৮ জনের।গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ২৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯২৬ জনের। এর ফলে করোনা সংক্রমনের সংখ্যা বাড়লেও সুস্থতার হার এবং মৃত্যুর হার ঊর্ধ্বমুখী বলেই কিছুটা স্বস্তি পাচ্ছেন দেশের চিকিৎসকরা। তবে এর পাশাপাশি উৎসব শেষে স্বস্তি মুছে যেতে এক সেকেন্ডও সময় লাগবে না, এমন আশঙ্কাও করছে সকলে।