বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত সঙ্কটজনক। কিছুক্ষণ আগেই বেলভিউ হাসপাতাল সূত্রে জানা গেছে , আজ তাঁর এম.আর.আই হয়েছে। এম.আর.আই রিপোর্টে জানা গেছে , সৌমিত্রবাবুর পুরানো ক্যান্সার ছড়িয়ে গেছে তাঁর ফুসফুস ও মস্তিষ্কে। এছাড়াও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। সৌমিত্রবাবুর মূত্রথলিতেও সংক্রমণ রয়েছে। এই মুহূর্তে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়েছে সৌমিত্রবাবুর শরীরে । তাঁকে বাইপাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে।
পয়লা অক্টোবর থেকে অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। জ্বর-সর্দির মত উপসর্গ ছিল তাঁর। কোভিড টেস্ট করা হলে জানা যায় , তিনি করোনা পজিটিভ। গত 6 অক্টোবর তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী 16 জন চিকিৎসকের একটি টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছে।
হাসপাতালে ভর্তি হবার পর বর্ষীয়ান অভিনেতার ক্ষিদে ছিল না। কিন্তু তাঁর ঘুম ঠিকঠাক হচ্ছিল। সিটি স্ক্যান করে প্রথমে তাঁর বুকে কিছু পাওয়া যায়নি। এমনকি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সৌমিত্রবাবুর শরীরে দুইবার প্লাজমা থেরাপি করা হয়েছে। এর ফলে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু আজ বিকাল থেকে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে থাকে সৌমিত্রবাবুর শরীরে। চিকিৎসকরা জানিয়েছেন যে,সৌমিত্রবাবু খুব ভালো নেই।