কলকাতা: পুজো যত এগিয়ে আসছে, ততই করোনা সংক্রমণ বাড়ছে হু-হু করে। সোমবার যেই পরিসংখ্যানটা তিন লাখ ছুঁই ছুঁই ছিল, গত একদিনে সেই পরিসংখ্যাটাই তিন লাখ পার করে দিয়েছে। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে আরও ৩,৬৩১ জন। প্রাণ হারিয়েছে ৬২ জন।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত হয়েছে মোট ৩,০২,০২০ জন। মৃত্যু হয়েছে ৫,৭৪৪ জনের। তবে আশার কথা হল, এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছে ২,৬৫,২৮৮ জন। গত একদিনে সুস্থ হয়েছে ৩,১৮৫ জন। সব মিলিয়ে সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ। এটুকুই আপাতত স্বস্তি দিচ্ছে রাজ্যের চিকিৎসকদের।
তবে বিশেষজ্ঞদের মতে সতর্ক না হলে পুজোর পর করোনার দাপট দ্বিগুণ বাড়তে পারে দেশ জুড়েই। এখনই রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে, তা ক্রমশ সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার ওপর কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৭২৮ জন, মৃত্যু হয়েছে ১৮ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৭৫৬ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। ফলে ফের একবার কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। পুজোর পর রাজ্যের পরিস্থিতি এখন কী হয়, সেটাই দেখার।