ভারতঃ করোনা পরিস্থিতি একটু একটু করে থিতিয়ে যেতে না যেতেই ফের চাঙ্গা হয়ে উঠছে অর্থনীতি। দেশে টানা দু মাস লক ডাউন চলার ফলে ব্যপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিলো প্রত্যেককেই। কিন্তু এবার তা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে বলে মত বিশ্ব বাণিজ্য সংস্থার।সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে গাড়ির চাহিদা এবং বিক্রি আবার পৌঁছে গিয়েছে আগের পরিস্থিতিতে। বলা ভালো চার চাকার গাড়িই নয়, দুই চাকার গাড়ির বিক্রিও বেড়ে গিয়েছে। এর সাথে বেড়েছে ট্রাক্টর বিক্রির পরিমাণ।
কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে মুদ্রাস্ফীতি সত্ত্বেও সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য দিকে গভর্নর শক্তিকান্ত দাসের দাবি কৃষি, শিল্প থেকে রফতানি সর্বক্ষেত্রেই মিলছে ইতিবাচক আশ্বাস। করোনা আবহে দেশে কড়া লকডাউন চলার ফলে গত কয়েক মাসে অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছিলো।
হিসেব মতন দুই মাস পূর্ণ লকডাউন চললেও জুন মাস থেকেই এক এক করে খুলছে দোকান, বাজার কিন্তু তবুও ব্যবসার পরিসর আগের থেকে অনেকটাই কমে এসেছে। অনেকের মতে আনলক হওয়ার ফলে এবার দেশের আর্থিক অবস্থার বেহাল পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু তা হয়নি।
এমনকি গত তিন মাসে দেশের জিডিপি বৃদ্ধির হার কমেছে ২৩.৯ শতাংশ। লকডাউন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইটালির মতন দেশে জিডিপি পড়েছে ১২.৪ ও ৯.৫ শতাংশ। দেশের আর্থিক অবস্থা খারাপ হওয়ার পাশাপাশি খারাপ দিকের সম্মুখীন হয়েছেন দেশের আমজনতা। জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি চাকরি চলে যাওয়া সব মিলিয়ে একটা চরম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। করোনা আবহে আগের থেকে অনেকটাই কমেছে মানুষের কেনাকাটা।