পুজোর মাঝেও বৃষ্টি ভ্রুকুটি মাটি করবে মানুষের আনন্দ। বিগত ছ্য় মাস ধরে ঘর বন্দি মানুষের এবারের পুজো নষ্ট হওয়ার আভাস দিল হাওয়া দপ্তর। ষষ্ঠী থেকে অষ্টমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে হতে চলেছে ভারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানান হয়েছে ১৬ থেকে ২০ অক্টোবর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
২১ থেকে ২৬ অক্টোবর উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৯ তারিখ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার জেরে ভাসতে পারে কলকাতা। নিম্নচাপের ফলে ওড়িশা-অন্ধ্র উপকূলের একাধিক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে বলে জানান হয়েছে।
এমনকি এই বৃষ্টি ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত চলতে পারে। যার জেরে ঠাকুর দেখা তো দূর, বাড়ি থেকে বেরোনো দুষ্কর হতে পারে বলে মনে করা হচ্ছে।