বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন? জল্পনা তুঙ্গে
কিছুদিন ধরেই বাংলায় বিজেপির আনাগোনা নিয়ে নানা মত শোনা যাচ্ছিল। সামনেই ২১ এর নির্বাচন তার আগেই প্রায় আটঘাট বেধে নেমে পড়েছে বিজেপি। তাদের টেক্কা দিতেও অবশ্য পিছিয়ে নেই বাংলার শাসক…
কিছুদিন ধরেই বাংলায় বিজেপির আনাগোনা নিয়ে নানা মত শোনা যাচ্ছিল। সামনেই ২১ এর নির্বাচন তার আগেই প্রায় আটঘাট বেধে নেমে পড়েছে বিজেপি। তাদের টেক্কা দিতেও অবশ্য পিছিয়ে নেই বাংলার শাসক দলরা।কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কি রাষ্ট্রপতি শাসন হতে পারে সেই নিয়ে অনেকের অনেক মত থেকে গেলেও সেই নিয়ে এখনও ধোঁয়াশা থেকেই গেছে।অন্তত অমিত শাহ এই নিয়ে জানিয়েছেন এখনো এই পরিস্থিতির মধ্যে জানান সম্ভব নয়। তার জন্য আরো বেশ কয়েক দিন আমদের অপেক্ষা করতে হবে।