Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঠিকভাবে সতর্ক হলে ফেব্রুয়ারিতেই বিদায় নেবে করোনা, দাবি আইসিএমআর প্যানেলের

Updated :  Sunday, October 18, 2020 6:55 PM

নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতির যথেষ্ট উদ্বেগজনক। এমনকি উৎসব মরশুমে করোনা ভয়াল রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। ঠিক সেই সময় আশার বাণী শোনালো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং আইআইটি-র সদস্যদের নিয়ে তৈরি কমিটি। করোনার যে সর্বোচ্চ সংক্রমণের হার তা চলে গিয়েছে। এখন শুধু অপেক্ষা যুদ্ধ জয়ের। সব কিছু এভাবেই ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই পত্রপাঠ বিদায় নেবে করোনা। রবিবার দুপুরে এমনই সুসংবাদ শুনিয়েছে আইসিএমআর প্যানেল।

এই কমিটির দাবি দেশে মোট আক্রান্তের সংখ্যা শেষমেষ ১ কোটি ছাড়িয়ে যাবে। ১ কোটি পাঁচ লক্ষ আক্রান্ত হবেন সামনের বছর ফেব্রুয়ারি মাসের মধ্যেই। কিন্তু সক্রিয় রোগীর সংখ্যা কমতে কমতে করোনারোগীর সংখ্যা আর তেমন থাকবে না। তবে সতর্কও করছেন তাঁরা। কমিটির স্পষ্ট বার্তা, এই সময়ে যদি কোনও বড় আকারের জমায়েত হলে তার মাশুল গুণতে হবে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং আইআইটি-র সদস্যদের নিয়ে তৈরি কমিটিটি এই রূপরেখা তৈরি করেছে, যার নাম ইন্ডিয়ান ন্যাশানাল সুপারমডেল। সেই গাণিতিক বিশ্লেষণেই এমন বলা হয়েছে। এই কমিটির এই বার্তা আপাতত কিছুটা স্বস্তি এনে দিয়েছে দেশবাসীকে। তবে স্বস্তি পেলেই হবে না, এই আশার বাণীকে সত্যিতে রূপায়িত করার জন্য সকলকে সম্মিলিতভাবে সতর্ক থাকতে হবে। তা না হলে একটা ভুলের মাশুল গুনতে হতে পারে জীবন দিয়ে।