কলকাতা: গত সাতমাস ধরে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলে নাওয়া-খাওয়া ভুলে, পরিবার ভুলে শুধুমাত্র করোনা রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। যদিও এখনও পর্যন্ত মারণরোগ করোনা ভাইরাসের কোনওরকম ওষুধ বা ভ্যাকসিন মেলেনি, তবুও অন্যান্য ওষুধ এবং ইনজেকশনের দ্বারা করোনা থেকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। অবশ্য অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে করোনা শরীর থেকে মুক্ত হওয়ার পরেও রোগী পুরোপুরি রোগ মুক্ত হন না। আর পরবর্তী পর্যায়ে এই ফলোআপের জন্য অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ এক নতুন ক্লিনিক চালু করল কলকাতায়। করোনাজয়ীদের নিয়ে ফলোআপের ব্যবস্থা করা হবে। এই ক্লিনিকে যার নাম দেওয়া হয়েছে অ্যাপেলো রিকভার ক্লিনিকস।
করোনার নেগেটিভ হয়ে গেলেই করোনা পজিটিভ হওয়ার সেই রোগী সম্পূর্ণরূপে সুস্থ্য এমনটা বলা যায় না। অনেক ক্ষেত্রেই তার শরীরের অন্যান্য অস্বস্তি দেখা দেয়। সেক্ষেত্রে করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর বা করোনা থেকে মুক্তি পাওয়ার পর কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে, কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবে সেই ব্যক্তি, সেসব নিয়েই একটি কর্মশালার আয়োজন করা হবে এই ক্লিনিকে। যেখানে করোনাজয়ীদের সচেতন করার পাশাপাশি তাদের পরিবারকেও সমস্ত জানানো হবে। তবে শুধুমাত্র কলকাতা নয়, অ্যাপোলো গ্রুপের শাখা হাসপাতাল রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আর সেখানেও চালু করা হল এই রিকভারি ক্লিনিক।
আজ, সোমবার এই ক্লিনিকের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো গ্রুপের সিইও রানা দাশগুপ্ত, বিশিষ্ট চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় এবং হাসপাতালের অন্যান্য শীর্ষস্থানীয় কর্তারা। এর পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেইসব মানুষজন, যারা সদ্য করোনাকে জয় করে ফেলেছেন। এই মুহূর্তে দেশ তথা রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক, আর উৎসবের মুখে অ্যাপোলো গ্রুপের এমন ভাবনা প্রশংসার দাবি রাখে।