দিদির হাত থেকে উপহার পেলেন পদ্মাপারের সুন্দরী মিথিলা ও দুঁদে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বিয়ের পর প্রথম এই বাংলায় দুর্গাপুজো কাটাবেন মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত-মিথিলার বিয়ে হয়। এই সুবাদে পদ্মাপারের সুন্দরী এখন এই বাংলার বউ। তাই অভিভাবক হিসেবে সৃজিত ও মিথিলাকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপহার হিসেবে পাঠিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) জন্য লাল রঙের পাঞ্জাবি এবং রাফিয়াত রাশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) জন্য ঘন নীল শাড়ি। সেই ছবি ট্যুইট করে পোস্ট করেছেন মিথিলা এবং ধন্যবাদ জানিয়েছেন ‘দিদি’ কে।
Thank you @MamataOfficial Didi for the beautiful pujo gift ❤️??@srijitspeaketh pic.twitter.com/kHIU82uhZc
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) October 17, 2020
একেই বলে কপাল। দিদির থেকে পাওয়া উপহার যে কতটা দামী হতে পারে তা আপামর জনসাধারণ বুঝে গেছেন। উপহার পেয়ে আপ্লুত বাংলাদেশের রাজকন্যা। এছাড়াও, শোনা গিয়েছে যে দুই বাংলার সৌহার্দ্যের প্রতীক হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে (West Bengal CM) পুজোর শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও (Sheikh Hasina)।
তবে খুশি পরিচালকের পরিবার। যদিও এবারের পুজোয় প্যান্ডাল হপিং বন্ধ, তা হলেও চুটিয়ে মজা করছেন এই দম্পতি। সোশ্যাল মিডিয়া শেয়ারও করেছেন তাঁদের ব্যক্তিগত জীবনের খুশির মুহূর্তগুলিকে।