ট্রাফিক সিগন্যালের আদলে কানে দুল পরলেন সালমান খানের নায়িকা জারিন

২০১০ এ অনিল শার্মার 'বীর' চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে সহ-অভিনেত্রী হিসেবে বলিউডে পা রাখেন অভিনেত্রী জারিন খান। এরপর সালমান খানের 'রেডি' মুভিতে আইটেম গান কারেক্টার ঢিলা-এ পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা…

Avatar

২০১০ এ অনিল শার্মার ‘বীর’ চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে সহ-অভিনেত্রী হিসেবে বলিউডে পা রাখেন অভিনেত্রী জারিন খান। এরপর সালমান খানের ‘রেডি’ মুভিতে আইটেম গান কারেক্টার ঢিলা-এ পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন জারিন। খুব বেশি ফিল্মে জারিনকে দেখা না গেলেও সাজিদ খান পরিচালিত ‘হাউসফুল ২’ ও বিশাল পান্ডিয়া পরিচালিত ‘হেট স্টোরি ৩’ দিয়ে আরও বেশি জনপ্রিয়তা পান তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Zareen Khan ??✨?? (@zareenkhan) on

এরপর তাঁকে সিনেমা জগতে খুব বেশি দেখা না গেলেও ‘আকসর টু’-তে অভিনয় করে পেজ থ্রি র শিরোনামে উঠে এসেছেন জারিন। এই সিনেমায় অভিনয় করার সময় একটি সাক্ষাৎকারে জারিন বলেন যে তিনি সতী সাবিত্রী অভিনেত্রী নন যে বোল্ড অবতারে অভিনয় করা যাবে না। তাই যতক্ষণ না পর্যন্ত ভালগার লাগে, ততক্ষণ ওই ধরনের চরিত্রে অভিনয় করা নিয়ে কোনও বাছবিচার নেই।। জারিন বরাবর সাহসী এবং সর্বদা হটকে কিছু করার চেষ্টায় থাকেন, তাই একদম অন্যরকম সাজে জারিন ধরা দিলেন এক পাপরাজির ক্যামেরায়।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

ট্রাফিক সিগন্যালের আদলে কানে তিন রঙা দুল পরলেন। পরনে নীল জাম্পশ্যুট আর দুদিকে মাথায় খোঁপা। সব মিলিয়ে জারিনকে বেশ স্টাইলিশ লেগেছে।