ইচ্ছে থাকলে উপায় আপনে আপ বেড়িয়ে আসে, পাশাপাশি যদি কারোর শখ পূরণের ইচ্ছে থাকে তাহলে তাঁর প্রয়াস তাঁকে অনেকদূর নিয়ে যেতে পারে। ঠিক তেমনই হলেন জলপাইগুড়ির মালব্লকের ওদলাবাড়ি গ্রামপঞ্চায়েতের চুইয়া বস্তির বাসিন্দা আব্দুল মহম্মদ মুজফফর। পেশায় টোটো চালক। কিন্তু অসম্ভব সুন্দর গান গাইতে পারেন। তাও আবার মহাম্মদ রফির গলায় গান গাইতে পারেন বছর চল্লিশের এই ব্যক্তি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমহাম্মদ রফির গান তাঁর খুব প্রিয়। আর্থিক অনটনের জন্য গান শেখা হয়নি। কিন্তু তাতে কি, টোটো চালাতে চালাতে দিব্য গান গেয়ে বেড়ান বছর ৪০ এর আব্দুল মহম্মদ মুজফফর। টোটো চালকেরাও তাঁর গান শুনে বেজাই খুশি। করোনা আবহয়ে মানুষে মন ভালো রাখার জন্য গলা ছেড়ে গান গেয়ে যান এই ব্যক্তি। গান গাইতে গাইতে পুজোর সময় সকলে যাতে মাস্ক পরেন, সামাজিক দূরত্ব মেনে প্রতিমা দর্শন করেন, তার পরামর্শ দিচ্ছেন আব্দুল।