বিধানসভা নির্বাচনের আগে বিহারে বড় ঘোষণা বিজেপির

বিহার: তেজস্বী যাদব দশ লাখ কর্মসংস্থানের কথা আগেই ঘোষণা করেছিলেন তেজস্বী যাদব। আর এবার বিজেপি তাদের সংকল্পপত্রে উনিশ লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করল। তার সঙ্গে সবচেয়ে বড় ঘোষণা যেটা করেছে,…

Avatar

বিহার: তেজস্বী যাদব দশ লাখ কর্মসংস্থানের কথা আগেই ঘোষণা করেছিলেন তেজস্বী যাদব। আর এবার বিজেপি তাদের সংকল্পপত্রে উনিশ লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করল। তার সঙ্গে সবচেয়ে বড় ঘোষণা যেটা করেছে, সেটা হচ্ছে বিনামূল্যে প্রত্যেককে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এই মুহূর্তে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তার মধ্যেই উৎসব শুরু হয়েছে। এমন সময় বিজেপির তরফ থেকে বিহারে বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিধানসভা নির্বাচনের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই থাকবেন, নিজেদের ইস্তেহার প্রকাশ করার সময় এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। এমনকি তেজস্বী যাদবের তাই কর্মসংস্থান দেওয়ার প্রশ্ন উঠছে না বলেও তারা সমালোচনা করেছে।

প্রসঙ্গত, আর মাত্র কয়েকদিন পরেই বিহারে বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা হবে নভেম্বরের শুরুর দিকে। আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে সব দল। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। আর এমন সময় বিজেপির কর্মসংস্থান এবং করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার ঘোষণা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।