পুলওয়ামা হামলার ঘটনার দায় স্বীকার করল পাকিস্তান, বেফাঁস মন্তব্য পাক কেন্দ্রীয়মন্ত্রীর
লাহোর: গত বছর ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা এখনও সকলের মনে আছে। এই ঘটনায় প্রাণ দিতে হয়েছিল চল্লিশের বেশী সিআরপিএফ জওয়ানদের। এই ঘটনায় পাকিস্তানকেই দায়ী করা হয়েছিল। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে পাক মাটিতে ঢুকে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক করা হয়। আর এবার সরাসরি পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার দায় স্বীকার করে নিল পাকিস্তান।
বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে পাকিস্তান মুসলিম লিগের নেতা আয়াজ সাদিক বলেছিলেন, ভারত পাকিস্তানকে আক্রমণ করবে এই ভয়ে ভারতের বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে পাকড়াও করেও তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। এই কথা কি অস্বীকার করে পাকিস্তানের কেন্দ্রীয়মন্ত্রী ফাওযাদ খান চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেন, ‘হামনে ভারত কো ঘুসকে মারা।’ এর অর্থ হল, ‘আমরা ভারতের ঘরে ঢুকে মেরেছি।’ এর পাশাপাশি তিনি এমনটাও বলেন, ‘ইমরান খানের নেতৃত্বে পুলওয়ামার হামলার ঘটনা আমাদের সাফল্য। এই ঘটনার সাফল্যের অংশীদার আমরা সবাই।’ পাকমন্ত্রীর এ হেন বক্তব্য তোলপাড় আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক মহল।
ফাওয়াদ খান চৌধুরীর এই বক্তব্যের পর শোরগোল শুরু হয়ে যায় গোটা সংসদ জুড়ে। তার ফলে তড়িঘড়ি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভারতের ঘরে ঢুকে মেরেছি মানে ওদের বিমানঘাঁটি আমরা টার্গেট করেছিলাম। পুলওয়ামার ঘটনার পর আমরা ওদের ঘরে ঢুকে মেরেছি। ওদের বিমান ঘাঁটিকে টার্গেট করেছিল আমাদের সেনা। নিরীহ মানুষদের মারতে চাইনি আমরা।’ কিন্তু বন্দুকের গুলির মত কথা একবার বেরিয়ে গেলে তা কী আর ফেরানো যায়? তাই ফাওয়াদের এমন বিস্ফোরক মন্তব্যের পর তাঁর নিজের দেওয়া এই সাফাই খুব একটা ধোপে টিকল না, এমনটা বলাই যায়। উল্টে নিজেদের পিঠ চাপড়াতে গিয়ে পাকিস্তান সন্ত্রাসের সঙ্গে যুক্ত, এমন কথাই ভরা সংসদের বলে ফেলেছেন পাকিস্তানের এই মন্ত্রী।