কোজাগরী লক্ষ্মীপূর্ণিমার দিন নিজের ফ্ল্যাটে লক্ষ্মীপুজোর আয়োজন করলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাংসদ হওয়ার পর এই প্রথম নিজের ফ্ল্যাটে লক্ষ্মীপুজোর আয়োজন করলেন মিমি। এর আগে মিমি দুর্গাপূজার আয়োজন করেছিলেন। নিজের ফ্ল্যাটে সাবেক ধরনের একচালার দুর্গাপ্রতিমা এনে পুজো করেছেন মিমি। সেই পুজোর ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি। মিমির এই অকালবোধন নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মিমি নিজের হাতেই প্রসাদ তৈরী করে, ফল কেটে মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হন। লক্ষ্মীপ্রতিমাকে নিজেই সাজিয়েছিলেন মিমি। কোনো পুরোহিতের সাহায্য না নিয়ে নিজেই পুজো করেছেন মিমি। তবে এত ব্যস্ততা সত্ত্বেও নিজেও সুন্দর সেজেছিলেন মিমি। মেরুন রঙের দক্ষিণী শাড়ি ও সোনালী গয়নায় মিমিকে অপূর্ব সুন্দরী লাগছিল। মিমির বাড়ির লক্ষ্মীপুজোয় করোনা অতিমারীর কারণে ইন্ডাস্ট্রির কাউকে নেমন্তন্ন করা হয়নি। তবে মিমির পরিবারের লোকজন উপস্থিত ছিলেন এই পুজোয়। মিমি নিজে তাঁর বাড়ির লক্ষ্মীপুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর অনুরাগীদের কোজাগরী লক্ষ্মীপূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন।
সম্প্রতি সিনেমা হলে মুক্তি পেয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স্যার’। ফিল্মটি পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। পঞ্চাশ শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলি খুললেও এই ফিল্মটি তার ভিন্নধর্মী চিত্রনাট্যের কারণে যথেষ্ট ভালো ব্যবসা করেছে । এই ফিল্মে অনির্বাণ ভট্টাচার্যের পাশে মিমি চক্রবর্তীর অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে।