দেশনিউজ

বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আচরণবিধি ভঙ্গ করেনি বিজেপি, জানাল নির্বাচন কমিশন

Advertisement

পাটনা: ইতিমধ্যেই বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। আর প্রথম দফা নির্বাচনের আগে প্রচারে বিজেপির পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করে বলা হয়েছিল ক্ষমতায় এলে বিনামূল্যে বিহারের সকলকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এরকম প্রতিশ্রুতি আচরণবিধি ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করা হয় বিজেপির বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতে ‘তথ্য জানার অধিকার’ এই প্রশ্নে নির্বাচন কমিশন জানিয়ে দিল যে, প্রতিশ্রুতি দিয়ে কোনওরকম আচরণবিধি ভঙ্গ করেনি বিজেপি।

সাকেথ গোখলে নামে এক সমাজকর্মী বিহারে নির্বাচনী প্রচারের ইস্তেহারে বিজেপির প্রতিশ্রুতির বিরোধিতা করে ‘তথ্য জানার অধিকার’-এর আওতায় নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন, এই প্রতিশ্রুতি আচরণবিধি ভঙ্গ করে কিনা। উত্তরে নির্বাচন কমিশন জানিয়ে দিল, যে সকল প্রতিশ্রুতি জনস্বার্থে দেওয়া হয় এবং তা বাস্তবে পালন করা সম্ভব, তা কোনওভাবেই আচরণবিধি ভঙ্গ করে না। তাই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিও কোনও আচরণবিধি ভঙ্গ করেনি।

Related Articles

Back to top button