বেশ কিছুদিন ধরে নীচের দিকে নামছে করোনার গ্রাফ। গত ২৪ ঘন্টার রিপোর্ট অনুসারে আক্রান্তের সংখ্যা ৪৮,২৬৮ জন। এর সাথেই মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌছে গিয়েছে ৮১,৩৭,১১৯ এ। রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে প্রান হারিয়েছেন ৫৫১ জন। যার ফল মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১,২১,৬৮১। গত ২৪ ঘন্টায় করোনা জয়ীর সংখ্যা ৫৯ হাজার ৪৫৮ জন। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার হতে জানানো হয়েছে যে আগামী বছরের প্রথম ৩ মাসের মধ্যেই দেশে করোনার টিকা তৈরি হয়ে যাবে। এছাড়াও ইতিমধ্যেই বিহার সহ একাধিক রাজ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার।
সম্প্রতি জানা গিয়েছে যে ভ্যাকসিন কারা পাবেন তা নিয়ে কেন্দ্র ছাড়াও রাজ্যগুলি আলাদা করে তালিকা বানাতে শুরু করেছে। নভেম্বরেই সেই তালিকা পৌঁছে যাবে কেন্দ্রের কাছে। এমন সময় বিতর্ক তৈরি হয়েছে করোনা ভ্যাকসিনের দাম কত হতে পারে সেই ঘিরে। বিশ্বের জনসংখ্যার নিরিখে এই ভ্যাকসিন সবার কাছে পৌঁছানোও একটা বড়ো চ্যালেঞ্জের ব্যাপার। ইঙ্গিত পাওয়া গেছে যে ব্রিটেনে নভেম্বরের মধ্যেই টিকাকরণ শুরু হবে। তবে এ বিষয়ে পিছিয়ে নেই মার্কিন মুলুকও। মার্কিন মুলুকের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের তরফ থেকে জানানো হয়েছে যে ভ্যাকসিন প্রস্তুতির কাজ জোড়কদমে চলছে সেই মুলুকেও।
বিশ্ব জুড়ে প্রাণ গিয়েছে ১১ লক্ষ মানুষের। এই মারণ ব্যাধি থেকে রক্ষার্থে যাতে গরিব দেশগুলি সহজে ভ্যাকসিন পায় সে বিষয়ে আহবান জানিয়েছেন স্বয়ং বিল গেটস। তবে এরই মাঝে মতবিরোধ তৈরি হয়েছে করোনা ভ্যাকসিনের দামকে ঘিরে। এখনও পর্যন্ত কোনো সংস্থাই দাম সম্পর্কে কিছু জানায়নি। তবে তা ৪৫০ টাকা থেকে ৫,৫০০ টাকার মধ্যে হবে বলে সূত্র হতে জানা গিয়েছে।
মর্ডানা হতে আগেই ইজ্ঞিত দেওয়া হয়েছে করোনা ভ্যাকসিনের দামের। জানা গিয়েছে যে mRNA-1273 এর প্রতি ডোজের দাম হতে পারে ৩২ ডলার হতে ৩৭ ডলার এর কাছাকাছি। অর্থাৎ প্রায় ২,৭৩৮ ভারতীয় টাকার সমান। বলা বাহুল্য যে ইতিমধ্যে ৫০ টি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল হয়ে গিয়েছে। তবে তার মধ্যে চূড়ান্ত পর্যায় গিয়েছে কেবল ১০ টি ভ্যাকসিন।