নিউজরাজ্য

বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী, জল্পনা তুঙ্গে

Advertisement

কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। অন্তত এমন জল্পনাই রাজ্য রাজনৈতিক মহলের আকাশে-বাতাসে ঘোরাফেরা করছে। বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ইতিমধ্যেই এ বিষয়ে জানিয়ে দিয়েছেন যে, শুভেন্দু অধিকারী চাইলে যে কোনও সময়ে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। তার জন্য সদা সর্বদা বিজেপির দরজা খোলা থাকবে। মুকুল রায়ও এমন ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হল হঠাৎ শুভেন্দু অধিকারী কেন?

সমীকরণ বলছে, মেদিনীপুরের দিকটায় জঙ্গলমহল, নন্দীগ্রাম, তমলুক এই সকল জায়গায় শুভেন্দু অধিকারীর যথেষ্ট প্রভাব রয়েছে। যা একুশের ভোটে এক্স ফ্যাক্টর হতে পারে বিজেপির কাছে, যদি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে শুভেন্দুকে নিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে। আর এই দূরত্বটাকেই ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

ইতিমধ্যে গতকাল, রবিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা বড় করে দরজা খুলে রেখেছি। ওনারা যদি কাউকে পাঠান, তাহলে আমরা তাকে সাদরে গ্রহণ করব। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বিজেপিতে এসে রাজনীতি করতে চায়, তাহলে বিজেপি তাকে সব সময় স্বাগত জানাবে।’ প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ‘আমরা দাদার অনুগামী’ এই ব্যানারে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জায়গায় সভা করতে দেখা যাচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফিরহাদ হাকিমও তির্যক মন্তব্য করে চলেছেন। তাহলে কি একুশের ভোটের আগেই জোড়া ফুল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন শুভেন্দু অধিকারী। এর উত্তর দেবে সময়।

Related Articles

Back to top button