গত কয়েকদিন ধরেই দেশজুড়ে হচ্ছে বৃষ্টিপাত ৷ দেশের সাতটি অঞ্চল বাদে বাকিগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছিল বৃহস্পতিবার। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ও বিহারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া ওড়িশাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশার আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, কেরল, মহারাষ্ট্র সহ ২৩ টি রাজ্যে আগামী এক সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর তরফে জানিয়েছে, প্রথম দিকে বৃষ্টি কম হলেও জুলাইয়ের শেষ থেকে অগাস্ট এর শুরু পর্যন্ত ভালো বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ২১ টি রাজ্যে প্রায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। মহারাষ্ট্র সহ ৬টি রাজ্যে স্বাভাবিকের থেকে বেশি আবার দিল্লি সহ ৯ টি রাজ্যে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয়েছে। জানা গিয়েছে, জুলাইয়ের শেষে সম্পূর্ণ দেশে স্বাভাবিকের থেকে ৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল কিন্তু আগস্টে ভারী বৃষ্টিপাতের দরুন এই ব্যবধান কমে গিয়েছে ৷