উত্তরপ্রদেশে বিজেপির জয়জয়কার

উত্তরপ্রদেশ: একদিকে যখন সমস্তরকম বিধি-নিষেধ এবং নিয়ম মেনে বিহারে নির্বাচন চলছে, ঠিক সেই সময় উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ নির্বাচনের কাজ সম্পন্ন হয়ে গেল। রাজ্যসভার সাংসদ নির্বাচনের দৌড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন…

Avatar

উত্তরপ্রদেশ: একদিকে যখন সমস্তরকম বিধি-নিষেধ এবং নিয়ম মেনে বিহারে নির্বাচন চলছে, ঠিক সেই সময় উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ নির্বাচনের কাজ সম্পন্ন হয়ে গেল। রাজ্যসভার সাংসদ নির্বাচনের দৌড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী এবং সপা-বসপার থেকে একজন করে প্রার্থী রাজ্যসভার সাংসদ নির্বাচনে জিতেছেন। বিজেপির এই জয় নিশ্চিতভাবে উত্তরপ্রদেশে বিজেপি পজিশনকে বেশ শক্তপোক্ত করল বলে মনে করা হচ্ছে।

বিজেপির তরফ থেকে যে সকল প্রার্থীরা জয়ী হয়েছেন তাঁরা হলেন, হরিদ্দার দুবে, অর্জুন সিং, হরদীপ সিং পুরি, ব্রিজলাল, নীরাজ শেখর, গীতা শাক্য সীমা দ্বিবেদী এবং বিএল ভরমা। রাজ্যসভার সাংসদ নির্বাচনের ক্ষেত্রে বিজেপির এই জয় আত্মবিশ্বাস বাড়বে বলেই মনে করা হচ্ছে।