দুর্গাপুর: দিনে-দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুর। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম আরও এক। জানা গিয়েছে, স্থানীয় একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে জঙ্গল সাফাই করছিলেন কিছু ঠিকাদার শ্রমিক। সেই সময়ই একটি গাছের নীচে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয়। আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলে কাছাকাছি ছিলেন দুই ঠিকাদার কর্মী। তাঁদের মধ্যে ওমপ্রকাশ চৌহান নামে এক ঠিকাদারের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বাম রুইদাস। কী থেকে এই বিস্ফোরণ, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে।
যদিও এর পাশাপাশি কোনও বিস্ফোরক দ্রব্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ইতিমধ্যেই গোটা এলাকা সিল করে দিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। তদন্তে নেমে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করার মতো পরিস্থিতি আসেনি বলে পুলিশ সূত্রে খবর।