নিউজপলিটিক্সরাজ্য

মমতা এখন বাংলার মহামায়া, শুভেন্দুকে নিশানা করে কটাক্ষ মানসের

Advertisement

বেশ কিছুদিন ধরেই বাংলার রাজনীতিতে জোর গুঞ্জন উঠেছে, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। এবার তাকে উদ্দেশ্য করে নাম না নিয়ে মানস ভুঁইয়া কটাক্ষ করলেন শুভেন্দু কে। শুভেন্দু কে নিশানা করে তিনি বলেন,” মহিষাসুরকে বধ করতে ব্যর্থ হয়েছিলেন ত্রিদেব। শেষে আসতে হয়েছিল মহামায়াকে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার মহামায়া। ”

এদিন একটি বিজয়া সম্মিলনী তে গিয়ে মানস আরো বলেন, ” আমি নিজেকে স্বর্গের ইন্দ্র রাজার বরপুত্র ভাবতেই পারি। শ্রীকৃষ্ণের অবতার ভাবতে পারি। মহিষাসুরকে বধ করতে ব্যর্থ হয়েছিল বিষ্ণু। ব্যর্থ মহাদেব এবং ব্রহ্মা। তারপর তিনজন ভাবলেন কি হবে এবার? তখনই এই অশুভ শক্তির নাশ করতে অবতীর্ণ হলেন মহামায়া। আজকের যুগে বাংলা এবং ভারতের মহামায়ার প্রতিরূপ মমতা বন্দ্যোপাধ্যায়।”

তার মন্তব্যে বর্তমানে বিতর্ক সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে। একটি সভায় শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ করেছেন,” পার্টি দেখে কাজ করলে বেশি দিন থাকতে পারবেন না। বরং মানুষকে নিয়ে কাজ করতে পারলে অনেক দিন থাকবেন। মানুষ সব সময় শেষ কথা বলে। নন্দীগ্রাম আন্দোলনের সময় তখনকার সরকার বলেছিল আমরাতো ২৩৫, ৩০ জনের কথা শোনার প্রয়োজন নেই। দেড় বছরের লড়াই সবকিছু ভেঙে চুরমার করে দিল। মানুষ শেষ কথা বলবে। অন্তর ঠিক রাখলেই একমাত্র টিকে থাকতে পারবেন।”

অন্যদিকে শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা অমূল্য মাইতি মানসকে উদ্দেশ্য করে বলেন,” যিনি বলেছেন, তার এই ধরনের নোংরামি সর্বজনবিদিত। সবং এর প্রার্থী হয়েছিলেন গীতা ভূঁইয়া। তখন তাকে ভালভাবে জিততে সাহায্য করেছিলেন শুভেন্দু অধিকারী”

Related Articles

Back to top button