গ্রেফতার রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী

মুম্বইয়ের বাড়ি থেকে গ্রেফতার হলেন রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন অর্ণব। ২০১৮-র মে মাসে আত্মহত্যা করেন ৫৩ বছরের ইন্টিরিয়র ডিডাইনার অন্বয় নাইক ও…

Avatar

মুম্বইয়ের বাড়ি থেকে গ্রেফতার হলেন রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন অর্ণব। ২০১৮-র মে মাসে আত্মহত্যা করেন ৫৩ বছরের ইন্টিরিয়র ডিডাইনার অন্বয় নাইক ও তাঁর মা কুমুদ নাইক। তাঁদের সুইসাইড নোটে অর্ণব গোস্বামী-সহ ২ জনের নাম ছিল। মূলত সেই নোটে লেখাছিল যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুজনের কাছ থেকে তিনি ৫.৪ কোটি টাকা পান। সেই ভিত্তিতে সাতসকালেই মুম্বইয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। যদিও, ২০১৯-এ সেই মামলা বন্ধ করে দেয় রাইগড় পুলিশ। এখনও পর্যন্ত পুলিস সূত্রে খবর, মৃতের স্ত্রী তাঁর স্বামীর মৃত্যুর মামলাটি পুনরায় খোলার জন্য আদালতের দ্বারস্থ হয়। এরপরই আদাল মামলাটি পুনরায় শুরুর নির্দেশ দেয়। সূত্রের খবর ভারতীয় দণ্ডবিধির ৩০৬ এবং ৩৪-এর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে।

থানায় নিয়ে যাওয়ার সময় রিপাবলিক টিভি সম্পাদক অর্ণব গোস্বামী বলেছেন, আলিবাগ থানায় নিয়ে আসার সাথে সাথে “পুলিশ আমাকে মারধর করেছে”।