Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে ফের বাড়ল করোনাজয়ীর সংখ্যা, দৈনিক সংক্রমণের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থতার সংখ্যা

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বেশ খানিকটা বদল…

Avatar

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বাড়ে সুস্থতার হারও। এমনকি দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ে সুস্থতার সংখ্যা। আর সেই একই ধারা ফের একবার বজায় রইল। অর্থাৎ, রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থতার সংখ্যা।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়েছে ৪,১২৯ জন।  এখনও পর্যন্ত এটাই রেকর্ড। গত একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৮৭। যেখানে সুস্থতার হার ৮৮.৮৮ শতাংশ। সুতরাং, সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩,৮৯,৫৭৬ জন। সুস্থ হয়েছে ৩,৪৬,২৬২ জন। গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭,০৬৮ জনের।

এদিকে কলকাতায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৮৯৪ জন আর মৃত্যু হয়েছে ১২ জনের। সব মিলিয়ে কলকাতায় এখনও পর্যন্ত করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে ২,২৫৯ জন। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার গত একদিনে করোনা চিত্রটা কলকাতার থেকে একটু বেশি উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ৮৭৮ জন। আর মৃত্যু হয়েছে ১৬ জনের।

About Author