কলকাতানিউজরাজ্য

উত্তুরে হাওয়ার প্রবেশ বঙ্গে, ক্রমে নামছে তাপমাত্রার পারদ

Advertisement

কিছুদিন হল বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। উত্তুরে হাওয়া ঢুকেছে শহরে। শীতের আমেজকে সাথে রেখে তরতরিয়ে নামছে তাপমাত্রার পারদ। তবে শীতের প্রকোপ এখনও দেখতে পাননি শহরবাসী। সকালে হালকা হিমেল প্রলেপে ঢাকছে শহর কলকাতা। কিন্তু বেলা বাড়লে উধাও শীত। ফিরে আসছে আবার বিকেলে। সূর্যাস্তের সাথে সাথেই অনুভব করা যাচ্ছে হালকা শিরশিরানি। রাতে ফের দ্রুত বেগে নামতে দেখা যাচ্ছে তাপমাত্রার পারদকে।

 

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম বলে জানাচ্ছে রিপোর্ট। গত দুইদিনে তাপমাত্রার পতন হয়েছে ৪ ডিগ্রি। হাওয়া অফিসের মতে সপ্তাহের শেষে পারদ নামবে আরও খানিকটা। তাপমাত্রা নেমে যাবে এক লাফে ২০ ডিগ্রির নীচে।

 

কালীপূজোর আগেই শহরে জাঁকিয়ে আসবে শীত। এই খবরে বেশ খুশি শীতপ্রিয় বাঙালি। সময় এসেছে শীতের পোশাক নামানোর। উত্তর ও মধ্য ভারতে ও কম নয় শীতের প্রকোপ। দিল্লিতে ইতিমধ্যেই রেকর্ড পতন হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। রিপোর্ট হতে জানা গিয়েছে, দিল্লির ক্ষেত্রে গত ২৬ বছরে শীতলতম অক্টোবর ছিল এটি। সেই সঙ্গেই কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল ভারতের রাজধানী। অন্যদিকে নিম্নচাপ কেটে গিয়েছে উত্তরবঙ্গে। বেশ ঝলমলে আকাশ দেখছেন উত্তরবঙ্গের মানুষেরা। সেই সঙ্গে সেখানেও পৌঁছে গিয়েছে উত্তুরে হাওয়া। ঠাণ্ডার আমেজ রয়েছে সেখানেও।

 

তবে মৌসুমি ভবন হতে জানা গিয়েছে যে দক্ষিণ ভারতে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও এক ঘূর্ণাবর্ত জট পাকিয়েছে দক্ষিণ -পশ্চিম বঙ্গোপসাগরে। সেই জন্যই মেঘাচ্ছন্ন দক্ষিণ ভারতের আকাশ। এর সাথেই চার পাঁচদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। বৃষ্টি হবে তামিলনাড়ু , পুদুচেরি, কেরল সহ গোটা দক্ষিণ ভারতে। তার সাথেই সেইরকম হারে নামতে চলেছে উত্তরের রাজ্যগুলির তাপমাত্রা। এর সাথে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও।

Related Articles

Back to top button