নয়াদিল্লি: করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন বাজারে আসেনি। তাই একেবারে নিশ্চিত করে বলা যায় না যে, করোনা আবার ঊর্ধ্বমুখী হবে না। সকলের একটাই প্রশ্ন, দৈনন্দিন জীবনে ফিরে চলা হয়েছে। কিন্তু ভ্যাকসিন কবে আসবে? আর এবার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আশার বাণী শোনালেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। তিনি বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সর্বসাধারণের সাধ্যের মধ্যে বাজারে আসবে করোনা ভ্যাকসিন।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পুনাওয়ালা বলেছেন, ভারত ও ব্রিটেনে করোনার ভ্যাকসিন তৈরি করে তার ট্রায়াল চালাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং বিভিন্ন অনুমতি মিললে আগামী বছরের শুরুতেই এই ভ্যাকসিন বাজারে চলে আসবে। দাম নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সকলের সাধ্যের মধ্যে যাতে করোনা ভ্যাকসিনের দাম থাকে, সেই নিয়ে আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলছি। আশা করতে পারি যে, সকলের সাধ্যের মধ্যেই করোনা ভ্যাকসিনের দাম নির্ধারণ করা হবে। তবে সবার আগে এই ভ্যাকসিন কতটা শক্তিবাহী, এর কার্যক্ষমতা কতটা গভীর তা জেনে নিতে হবে। যাতে পরবর্তীকালে কোনও সমস্যা না হয়, আশা করতে পারি সবকিছু ঠিকঠাক থাকলে সাধারণের হাতে জানুয়ারিতেই ভ্যাকসিন তুলে দিতে সক্ষম হব আমরা।’ এভাবেই আশার বাণী শোনালেন সিরাম ইনস্টিটিউটের সিইও।