সারাদাকান্ডের জেরে তবে এবার কি গ্রেফতার হতে চলেছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়?

আবারও হঠাতেই জেগে উঠলো সারদাকাণ্ড। এবার নাম জড়ালো রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, আজ দুপুর ২.১৫ থেকে সিবিআই জেরা করছে তাকে। জাগো বাংলার আর্থিক লেনদেন সম্পর্কে তাকে জেরি করা…

Avatar

আবারও হঠাতেই জেগে উঠলো সারদাকাণ্ড। এবার নাম জড়ালো রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, আজ দুপুর ২.১৫ থেকে সিবিআই জেরা করছে তাকে। জাগো বাংলার আর্থিক লেনদেন সম্পর্কে তাকে জেরি করা হচ্ছে। সূত্রের খবর, তার বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে। আর এরজন্য এরপরে আরো একবার ডাকা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু সেবারেও যদি তার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে, তাহলে গ্ৰেফতার করা হতে পারে তাকে।