জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’ নিতে চলেছে 18 বছরের লিপ। সম্প্রতি মৃত্যু হয়েছে এই সিরিয়ালের নায়িকা শ্যামার সতীন আম্রপালীর যে কিনা শ্যামার মতই দেখতে হলেও গায়ের রঙ ছিল ফর্সা। শ্যামার অনুপস্থিতিতে আম্রপালী নিখিলের স্ত্রী শ্যামার ভূমিকায় অবতীর্ণ হয়। নিখিল ও আম্রপালীর সামাজিক বিয়েও হয়। তবে তাদের মধ্যে চুক্তি হয়, শ্যামা ফিরে এলে আম্রপালী নিখিলের জীবন থেকে দূরে চলে যাবে। কিছুদিন পরে ফিরে আসে শ্যামা। চুক্তি অনুযায়ী নিখিল আম্রপালীকে চলে যেতে বলে। কিন্তু কৃতজ্ঞতাবশতঃ আম্রপালীকে যেতে দেয় না শ্যামা। অপরদিকে আম্রপালী শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। নিখিল ও শ্যামার বিচ্ছেদ ঘটানোর জন্য আম্রপালী শ্যামাকে অপহরণ করায়। কিন্তু আম্রপালীর মৃত্যু হওয়ার ফলে শ্যামার কথা আর জানা যায়নি।
এরপরই আসতে চলেছে ‘কৃষ্ণকলি’র নতুন মোড় যেখানে কাহিনী লিপ নেয় 18 বছরের। ব্রিজ ভেঙে গাড়ি দুর্ঘটনার সময় কোলে শ্যামা গিয়ে পৌঁছায় অন্য গাড়িতে। সেই গাড়ি শ্যামাকে বারাণসী পৌঁছে দেয়। এরপর কেটে যায় 18 বছর। শ্যামার মেয়ের প্রবেশ ঘটে সিরিয়ালে। শ্যামার মেয়ে শ্যামার মতোই দেখতে। সে-ও গান গায়। কিন্তু শ্যামা গাড়ি দুর্ঘটনার ফলে সমস্ত কিছু ভুলে গেছে। অপরদিকে নিখিল শ্যামাকে না ভুলতে পেরে মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তার জীবনে এসেছে এক নতুন নারী।
একটানা 3 বছর ধরে চলা ‘কৃষ্ণকলি’ সিরিয়ালটির টিআরপি ক্রমশ কমছে তার দুর্বল চিত্রনাট্যের কারণে। এই কারণে ‘কৃষ্ণকলি’তে নতুন মোড় এনে তার টিআরপি বাড়ানোর চেষ্টা করছে চ্যানেল। ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা রায় এবং তাঁর স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য। ‘কৃষ্ণকলি’ সিরিয়ালটি দর্শকদের কাছে আর পছন্দ হচ্ছে না। তাঁরা এই সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান বলে জানিয়েছেন। কিন্তু নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।