কলকাতা: আন্তর্জাতিক কল সেন্টার খুলে প্রতারণা। খোদ কলকাতায় এই ঘটনা ঘটেছে। প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সল্টলেকের সেক্টর ফাইভে।
আন্তর্জাতিক কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ সল্টলেকের সেক্টর ফাইভের একটি অফিস থেকে এই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের গতকাল, বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। বুধবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হয় যে, সল্টলেকের সেক্টর ফাইভে একটি অভিজাত অফিসে আন্তর্জাতিক কল সেন্টার খুলে মানুষদের প্রতারণা করে কোটি কোটি টাকা কামানো হচ্ছিল। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার মানুষরাই ছিল এদের টার্গেট। এছাড়াও আরও ১৫টি দেশে একইভাবে প্রচারণা চালানো হয়।
জানা গিয়েছে, মূলত বিদেশী নাগরিকদের তথ্য হ্যাক করা হত এই অফিসে। যেখানে একটি সফটওয়ারের মাধ্যমে বিদেশি নাগরিকের কম্পিউটার হ্যাক করে সেটিকে ডার্ক করে দেওয়া হত। পরবর্তী সময়ে যার কম্পিউটার, তার কাছে একটি মেসেজ যেত।। যেই মেসেজে লেখা থাকত, ‘আপনার কম্পিউটারে সমস্যা হয়েছে। টেকনিক্যাল সাপোর্টের জন্য সংশ্লিষ্ট নম্বরে ফোন করুন।’ আর সেখানে ফোন করলেই টেকনিক্যাল সাপোর্টের বিনিময়ে ১০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হত। এভাবে দিনের পর দিন প্রতারণা চালানো হয়। বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে চারজনকেই পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।