অভিনেত্রী রচনা ব্যানার্জি মানেই এভারগ্রিন বিউটি। তিনি শাড়ি, ওয়েস্টার্ন আউটফিট যে কোনো পোশাকেই সহজে স্বচ্ছন্দ। গতবছর নিজের বান্ধবীদের সাথে স্পেনে ঘুরতে গিয়ে হট প্যান্ট ও ক্রপ টপে ছবি শেয়ার করে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন রচনা। সবাই তাঁর কাছে বারবার তাঁর সৌন্দর্যের সিক্রেট জানতে চেয়েছেন।
রচনা ব্যক্তিগত জীবনে নিয়মানুবর্তিতা মেনে চলেন। তিনি নিয়মিত যোগা করেন সপ্তাহে তিন দিন নিয়ম করে জিমে যান রচনা। শরীরকে হাইড্রেটেড রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করেন তিনি। রচনার দৈনন্দিন ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে কম। ভাজাভুজি ও জাঙ্ক ফুড এড়িয়ে চলেন রচনা। এছাড়া যথেষ্ট পরিমাণে ডাবের জল পান করেন তিনি। ত্বকের জন্য নিয়মিত বিউটি রেজিম মেইনটেইন অর্থাৎ ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজেশনের রুটিন মেনে চলেন রচনা। এই কারণে রচনা সমস্যাবিহীন, সুস্থ ত্বকের অধিকারিণী। রচনা নিজেও সবাইকে সেই উপদেশ দেন।
জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’-এর অ্যাঙ্কর রচনা। বলা যায় , তাঁর জন্যই এই গেম শোয়ের টিআরপি সবসময় বেশি থাকে। একসময় রচনাকে সরিয়ে অভিনেত্রী দেবশ্রী রায়কে শোয়ের অ্যাঙ্কর হিসেবে আনা হয়েছিল। কিন্তু দেবশ্রী দর্শকদের মন জয় করতে পারেননি। ফলে শোয়ের টিআরপি নেমে যায়। জি বাংলার অফিসে রচনাকে ফিরিয়ে আনার জন্য দর্শকদের অনুরোধ আসতে থাকে ফোনের মাধ্যমে, চিঠির মাধ্যমে। বাধ্য হয়ে চ্যানেল কর্তৃপক্ষ রচনাকে ফিরিয়ে নিয়ে আসেন। দর্শকরা এবং প্রতিযোগীরা রচনার সঙ্গে আত্মিক বন্ধন অনুভব করেন এই শোয়ের মাধ্যমে। দর্শকদের চোখে রচনা সত্যিই ‘দিদি নং 1’।