নিউজপলিটিক্সরাজ্য

কি হবে এবারের ভোটের অনুব্রতর টোটকা? জেনে নিন কি বললেন বীরভূমের কেষ্ট দা

Advertisement

অনুব্রত মণ্ডলের টোটকা শুনতে সকলেই প্রত্যেক ভোটের আগে মুখিয়ে থাকেন। কিন্তু এবারে সেই চেনা অনুব্রত মণ্ডল অনেকটাই অচেনা। এইবারে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বেশ খানিকটা সতর্ক তার টোটকা নিয়ে। বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। কিন্তু এখনো আমরা জানতে পারিনি সেই বিখ্যাত অনু টোটকা।

রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে চলে গেলেন শুক্রবার রাতে। আর সেই দিনই অমিতের বক্তব্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসলেন বীরভূমের কেষ্ট দা। সেখানেই একজন সাংবাদিক প্রশ্ন করেন, ” তাহলে কেষ্ট দা, এবছরের টোটকা কি হচ্ছে? “উত্তরে অত্যন্ত সতর্ক ভাবে অনুব্রত বললেন, “কবে বিয়ে হবে, তারপর ভোজ, এখন থেকে বলে দিলে কি করে হবে? ভোট ঘোষণা হোক, তারপর বলে দেবো।”

তৃণমূল কর্মীদের কাছে অনুব্রত মন্ডল দাওয়াই দেওয়া শুরু করলেই, সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আর ভোটের আগে অনুব্রতর বিখ্যাত অনু টোটকা তৃণমূল কর্মীদের কাছে অনেকটা ওষুধের মত কাজ করে। অনুব্রত এর আগে অনেকবার তার টোটকা নিয়ে হাজির হয়েছেন। কখনও কখনও তিনি শুনিয়েছেন চড়াম চড়াম বাদ্যি আবার কখনো তিনি বলেছেন, “ভোটের দিন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে”। অনুব্রত মণ্ডলের ডায়লগ সকল স্তরের মানুষের কাছে উপভোগ্য। কিছুদিন আগেই তিনি বিরোধীদের শুটিয়ে লাল করে দেওয়ার বার্তা দিয়েছেন। আবার তার আগে একবার বিরোধীদের উদ্দেশ্য করে বলেছিলেন নকুলদানা রেডি। অনুব্রত মণ্ডলের প্রতিটি বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক মহলে নয় সামাজিক মাধ্যম গুলিতেও চরম পর্যায়ের ভাইরাল।

তবে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্তের পক্ষ থেকে এবছর কড়া বার্তা দেওয়া হয়েছে অনুব্রত কে। তাই হয়তো বীরভূমের কেষ্ট দা এবছর কিছুটা হলেও শান্ত এবং সতর্ক। তবে রাজনৈতিক মহলের আশা, ভোট আসলেই তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বীরভূমের কেষ্ট দা বাতলে দেবেন তার চেনা পরিচিত ‘ অনু টোটকা ‘।

Related Articles

Back to top button