কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের বাংলা সফরে এসে বাঁকুড়ায় গিয়ে আদিবাসী সম্প্রদায়ের প্রতি সখ্যতা প্রমাণ করতে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেছিলেন। কিন্তু সেখান থেকেই সৃষ্টি হয়েছে বিতর্কের। অনেকেই দাবি করেছে সেটা নিয়ে কোন শিকারির মূর্তি। এরকমভাবে হয়তো অমিত শাহ আদিবাসী জঙ্গলমহল সম্প্রদায়ের মানুষদের হেয় প্রতিপন্ন করেছেন।
অমিত শাহ বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় রাজ্য সড়কের মোড়ে থাকা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করেন। আসলে তিনি এবার বাংলা সফরে এসে ভোটব্যাঙ্ক আদায়ের কৌশলে আদিবাসী সম্প্রদায়ের ঘনিষ্ঠ হতে চাইছেন। কিন্তু শুক্রবার তৃণমূল সহ বেশ কয়েকটি আদিবাসী সংগঠন দাবি করেছে মূর্তিটি আদতে বিরসা মুন্ডার ছিলনা। এই ঘটনার প্রসঙ্গ টেনে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বাংলার সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি জানেন না শাহরা। তাই হয়তো ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য বাংলায় সে চমক দিতে গিয়ে ভুল করে ফেলেছে বিজেপি।
অমিত শাহ বাংলা থেকে চলে যাওয়ার পর এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি শনিবার সংবাদ মাধ্যমের সামনে পাল্টা তৃণমূলকে বিরসা মুন্ডার অপমান করার অভিযোগ তোলেন। তার সাথে তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঘোষণা করে গেছেন তখন সেটা যারই হোক না কেন এখন থেকে সেটা বিরসা মুন্ডার মূর্তি।
দিলীপ ঘোষ আরো বলেন, অনেকেই বলছে এটা নাকি কোন শিকারির মূর্তি। তাহলে বনবাসীরা তো শিকারি হয়। তাহলে তৃণমূল বিরসা মুন্ডা কে শিকারি না বলে তা হয়তো তার অপমান করছে। এরপর তিনি সদর্পে ঘোষণা করেছেন, বিরসা মুন্ডা ভেবেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ সব বিজেপি নেতা কর্মী তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। এরপর থেকে ওটাই বিরসা মুন্ডার মূর্তি হবে এবং এটাই সবাইকে মেনে নিতে হবে।