আন্তর্জাতিকনিউজ

ট্রাম্পকে পরাস্ত করে ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন

Advertisement

ট্রাম্পের জামানা শেষ। এবারের মার্কিন নির্বাচনে শেষ হাসি হাসলেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। শনিবার, পেনসিলভানিয়া তে জয়ী হয়ে যাবার পরেই আগামী ৪ বছরের জন্য হোয়াইট হাউসের মালিক হলেন এই ডেমোক্র্যাট। বিপক্ষ রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে রেকর্ড হতে পরাস্ত করেছেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প কে এতটা বড় ব্যবধানে পরাজিত করে নজির গড়লেন বাইডেন।

তবে জয়ের অনেকক্ষণ আগেই বোঝা গিয়েছিল ট্রাম্পের আর শেষ রক্ষা হবে না। পেনসিলভানিয়ার আসনে সহজ জয়ের পরেই আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে গেলে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। গতকাল রাত অব্দি জো বাইডেনের সংগ্রহে ছিল ২৬৪টি ইলেক্টোরাল ভোট। দরকার ছিল আর মাত্র ৬টির। আজ সকাল থেকেই ইলেক্টোরাল ভোট যাওয়া শুরু করে জো বাইডেনের দিকে। অবশেষে পেনসিলভানিয়াতে জয়ী হওয়ার পরেই তার জয় নিশ্চিত হলো। তবে কেবল মাত্র ২৭০ না, বাইডেনের সংগ্রহে রয়েছে ২৮৪টি ইলেক্টোরাল ভোট। পেনসিলভানিয়া থেকে তিনি সংগ্রহ করতে পেরেছেন ২০টি ইলেক্টোরাল ভোট।

জয়ের পরে একটি আনুষ্ঠানিক টুইটে জো বাইডেন লিখেছেন, ” আমেরিকা, আমি অত্যন্ত গর্বিত যে আপনারা আমাকে নির্বাচিত করেছেন আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব করার জন্য। আমাদের সামনে অনেক কঠিন কাজ রয়েছে। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমি প্রত্যেকটি মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাকে ভোট নাও দিয়ে থাকেন তবু। আমি আমার কথা রাখার চেষ্টা করব।”

Related Articles

Back to top button