দেশনিউজ

আজ তেজস্বী যাদবের ৩১তম জন্মদিন, নির্বাচনের ফল ঘোষণার আগে হল না কোনও সেলিব্রেশন

Advertisement

পাটনা: আগামিকাল, মঙ্গলবার বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। দেশের প্রত্যেক রাজনৈতিক দল বিহারের নির্বাচনের ফল ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে। কারণ, নীতীশ কুমারের সরকারের প্রত্যাবর্তন ঘটে নাকি পরিবর্তন, সেটা দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। এরই মধ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন অর্থাৎ আজ, সোমবার তেজস্বী যাদবের ৩১তম জন্মদিনে সকাল থেকেই আরজেডির শীর্ষস্থানীয় নেতারা জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন লালু-পুত্রকে।

প্রত্যেক বছর মূলত এইদিনে পাটনার ১০ নম্বর সার্কুলার রোডে তেজস্বী যাদবের বাড়ির সামনে অগণিত ভক্তের ভিড় থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আরজেডি শীর্ষস্থানীয় নেতাদের পক্ষ থেকে তেজস্বীর বাড়ির সামনে কোনওরকম জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা রয়েছে। তাকে কেন্দ্র করেও যেন কোনও জমায়েত বা ভিড় না হয়, সেই পরামর্শ দেওয়া হয়েছে আরজেডির পক্ষ থেকে।

সকাল থেকে লালু-পুত্রকে খোশমেজাজে দেখা গেলেও ফল ঘোষণার আগে তেমন কোনও সেলিব্রেশন করতে নারাজ আরজেডি দল এবং তেজস্বী যাদবের পরিবার পরিজনেরা। এমনকি তেজস্বী যাদব নিজেও বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে নিজের জন্মদিনে এতটুকু উচ্ছ্বাস প্রকাশ করতে চাননি। তিনি বলেছেন, যদি বিহারে পরিবর্তন আসে, তাহলে সেটাই হবে তার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। একদিকে জন্মদিনের আনন্দ, অন্যদিকে নির্বাচনের ফল ঘোষণার চাপা টেনশন, সব মিলিয়ে আরজেডির অন্দরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন, এমনটা বলাই যায়।

Related Articles

Back to top button