পাটনা: আজ, মঙ্গলবার বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। দেশের প্রত্যেক রাজনৈতিক দল বিহারের নির্বাচনের ফল ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে। কারণ, নীতীশ কুমারের সরকারের প্রত্যাবর্তন ঘটে নাকি পরিবর্তন, সেটা দেখার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। চূড়ান্ত ফলাফল জানতে গভীররাত লেগে যাবে। দীর্ঘমেয়াদী গণনার মধ্যেই মহাজোট এবং এনডিএ-এর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রত্যেক বছর বেলা ১২টা-১টার মধ্যে কী ফল হবে তার একটা হালকা আভাস পাওয়া যায়। কিন্তু এ বছর দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে তাও তেমন কোনও আভাস পাওয়া যাচ্ছে না। কারণ, সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে। আর বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ধর্মনিরপেক্ষ শক্তিগুলি একসঙ্গে হলে বিজেপির পতন অবশ্যম্ভাবী।
সকাল থেকে যখন বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, ঠিক তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, ‘লালুপ্রসাদ যাদব এই মুহূর্তে ময়দানে নেই। ৩১ বছরের একটি ছেলে যুবসমাজকে কার্যত উদ্বুদ্ধ করে চলেছে। তার নেতৃত্বে মহাজোট বন্ধন তৈরি হয়েছে। যেখানে কংগ্রেসের ভূমিকা অনস্বীকার্য। বিহারের বিধানসভা নির্বাচন এটাই প্রমাণ করে যে, ধর্মনিরপেক্ষ জোট যদি একসঙ্গে একত্রিত হয়, তাহলে বিজেপির মত একটি দলের পতন অবশ্যম্ভাবী। আমাদের সকলের কাছে বিহারের বিধানসভা নির্বাচন একটা উদাহরণ হয়ে থেকে যাবে সারা জীবন।’
BJP's tact of using (Asaduddin) Owaisi Sahab's party in the Bihar elections has succeeded to an extent. All secular parties should be alert about vote cutter Owaisi Sahab: Congress leader Adhir Ranjan Chowdhury #BiharElectionResults pic.twitter.com/r1zMdmhywj
— ANI (@ANI) November 10, 2020
এখনও পর্যন্ত চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। তবে বুথ ফেরত সমীক্ষা বলছে, নীতীশ কুমারের প্রত্যাবর্তন নয় ঘটবে পরিবর্তন। সেই একই কথায় সিলমোহর লাগালেন অধীর চৌধুরীও। বাস্তব ফলাফল কী হয়, তার জন্য মাঝরাত অবধি অপেক্ষা করতেই হবে।