বিহারের ভোটের ফলাফলকে সামনে রেখে আগামী বছর বাংলা দখলের উদ্দেশ্যে ঝাপাবে ভারতীয় জনতা পার্টি। সে বিষয়টি এবার স্পষ্ট করে দিলেন বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিহারের ভোটের ফল কে উল্লেখ করে তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলার যুবরাজ এর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন। বিহার ভোটে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর পরিণতিকে হাতিয়ার করলেন তিনি।
ফেসবুকে তিনি লিখলেন, ” বিহারের ফল একটা জিনিস স্পষ্ট করেছে, জেল এবং বেলে থাকা ২ তথাকথিত যুবরাজকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। ২০২১ আসলেই বাংলার এক যুবরাজের সময় শেষ হবে।” স্বভাবতই তিনি এই পোষ্টের মাধ্যমে বাংলার শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছেন, ২০২১ সালে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।
বিহার বিধানসভা নির্বাচনে সমীক্ষা থেকে অনুমান করা হয়েছিল এনডিএ জোট এবছর হারতে চলেছে মহাগঠবন্ধন এর কাছে। কিন্তু সমস্ত সমীক্ষা কে ভুল প্রমাণ করে মঙ্গলবার ভোট গণনার পরে সরকার গড়তে চলেছে বিজেপি এবং জেডিইউ এর এনডিএ জোট। শুরুর দিকে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর মহাজোট অনেকটা এগিয়ে থাকলেও, বেলা বাড়তেই কামব্যাক করতে শুরু করে নীতিশ পদ্মের জোট। তবে বিকেল পর্যন্ত, কোন দলের নেতাদের কোনো রকম মন্তব্য শোনা না গেলেও বিকেলের পর থেকে একের পর এক আক্রমণ শানাতে শুরু করেন বিজেপি নেতারা। মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে এবারে বাবুল সুপ্রিয়। সকলেই তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নিয়ে হুঁশিয়ারি ছুড়ে দিলেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। তা নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে সাজ সাজ রব। রাজনৈতিক পারদ বর্তমানে তুঙ্গে। বরিষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে তালে তাল মিলিয়ে নবীন রাজনীতিকরা ও বিরোধী দলকে লক্ষ্য করে একের পর এক অস্ত্র ছুড়ে দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত বাবুলের এই ফেসবুক পোষ্টের পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি।