কলকাতা: আজ, বৃহস্পতিবার ধনতেরাস। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করে ঘরে যে কোনও ধাতুর কোনও জিনিস কিনে আনলে সংসারে সমৃদ্ধি লাভ হয়। এরপরেই আসে দীপাবলি। আর এই দিওয়ালি বা দীপাবলির অর্থ আলোর উৎসব৷ এই আলোর মধ্যে দিয়ে যাবতীয় অন্ধকার দূর হয়ে জীবনে নতুন আলোর সঞ্চার ঘটে৷ সংসারে আসে সমৃদ্ধি৷ তাই দীপাবলির পুজোকে একটু স্পেশাল বানানোর জন্য কিছু বিশেষ নিয়ম মানতেই হবে৷ যেগুলি না জানলে আপনার পূজা-অর্চনায় ত্রুটি থেকে যেতে পারে।
তাই এক নজরে দেখে নিন কিছু বিশেষ নিয়ম।…
● দীপাবলির আগে ঘর-বাড়িকে ভাল করে পরিষ্কার করে নিন৷ লক্ষ্য রাখুন কোথাও যেন কোনও নোংরা, ধুলো ময়লা না থাকে৷
● ঘরের দুয়ারের সামনে ভুলেও কোনও ছেঁড়া কাপড় বা পুরনো জুতো রাখবেন না৷ এটা খুবই অশুভ৷
● ঠাকুর ঘরকে খুবই ভাল করে পরিষ্কার করুন৷ লক্ষ্য রাখুন ঠাকুরের আসনে যেন কোনওরকম পুরনো ফুল বা নোংরা না থাকে৷
● ঠাকুর ঘরের যাবতীয় বাসনপত্রকে ভাল করে মেজে রাখুন। প্রদীপকে ভাল করে পরিষ্কার করে নতুনভাবে সাজান৷ লক্ষ্মীর সামনে একটি ছোট সাইজের ঘটে চাল ও পয়সা কিংবা টাকা রাখুন৷
● দীপাবলির পুজোর সময় রং-বেরঙের পোশাক পরে পুজো করুন৷ ঠাকুরের আসনেও যেন রঙের ছোঁয়া থাকে৷