নিউজরাজ্য

এবার একটা ফোন করলেই বাড়িতে চলে আসবে চোদ্দ শাক এবং কালী পূজার ভোগ, সৌজন্যে রাজ্য সরকার

Advertisement

এবারে রাজ্যের মানুষকে কালীপুজো, ভাইফোঁটা এবং ভূতচতুর্দশী উপলক্ষে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে এই মর্মে পদক্ষেপ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের সামগ্রিক আঞ্চলিক উন্নয়ন নিগম CDAC এই সমগ্র বিষয়টির পরিচালনা করছে।

করোনাভাইরাস পরিস্থিতি চলাকালীন সময়ে, এই সংস্থা পশ্চিমবঙ্গের জনগণের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিল। এবারে তারা বাংলার মানুষের বাড়িতে পৌঁছে দেবে চোদ্দ শাক এবং কালী পূজার ভোগ। ভূত চতুর্দশীর উপলক্ষে বাংলার বাড়িতে চোদ্দ শাক খাওয়ার রীতি অনেকদিন ধরে চলে আসছে। কিন্তু এই ১৪টি শাক বাজারে গিয়ে খুঁজতে প্রত্যেক বছর অনেক সমস্যা হয়। তারপর এই বছর গোদের উপর বিষফোড়ার মত রয়েছে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা। এই কারণে রাজ্যের মানুষকে করোনার হাত থেকে কিছুটা হলেও সুরক্ষিত রাখার জন্য উদ্যোগী রাজ্য সরকারের CDAC দপ্তর।

তবে শুধু মাত্র চৌদ্দ শাক অথবা কালী পূজার ভোগ নয়, আপনি চাইলে নির্দিষ্ট ফোন নম্বরে অর্ডার করে ভাইফোঁটার উপহার অবধি নিজের দোরগোড়ায় পেতে পারেন। বাজারে প্রত্যেকদিনের ভিড় এড়ানোর জন্য প্রত্যেকদিন পরামর্শ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু পূজো পার্বণ এর সময় এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। আর বাজারে ঘুরে ঘুরে চোদ্দ শাক খুঁজতে গেলে করোনার সংক্রমনের সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই আপনাদের সুবিধার্থে এ বছর এগিয়ে এসেছে CDAC। একটি ফোন করলেই তারা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে চৌদ্দ শাকের আটি। আপনাকে এই চৌদ্দ শাক বাড়িতে আনানোর জন্য খরচ করতে হবে মাত্র ৯০ টাকা।

দুর্গা পুজোতে ভিড় কমানোর জন্য পুজো প্যান্ডেলে জনসমাগমের উপরে বিধি-নিষেধ আরোপ করেছিল সরকার। কালীপূজাতেও এরকম নিয়ম জারি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, এবছরের পুজোতে যেন বাজি না পোড়ানো হয়। কিন্তু যারা কালীপুজোর ভোগ পেতে চান, তাদের স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে ভোট নেওয়া প্রায় অসম্ভব। এই কারণেই CDAC তাদের বাড়িতে বাড়িতে কালী পূজার ভোগ পৌঁছে দিয়ে যাবে ফোনের মাধ্যমে অর্ডার করলেই। কালী পূজার ভোগের জন্য খরচ হবে মাত্র ৩০০ টাকা।

এছাড়াও , একটা ফোন করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে ভাইফোঁটার গিফট। আপনি ফোন করে আপনার ভাই অথবা বোনের জন্য পছন্দসই গিফট আনিয়ে নিতে পারেন এই ভাতৃদ্বিতিয়াতে। তবে, এই সমস্ত সামগ্রী ফোনে অর্ডার করার শেষ তারিখ হল শুক্রবার অর্থাৎ আজকে। এই বিষয়ে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন https://wbcadc.com/ ওয়েবসাইটে।

Related Articles

Back to top button