গত শুক্রবার পাক সেনা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্ত বরাবর চার সেক্টরে প্রবল গোলাবর্ষণ করে। এর জেরে মৃত্যু হয় ৫ ভারতীয় সেনা জওয়ান ও ৬ ভারতীয় নাগরিকের। ওই ৫ জন সেনা জওয়ানের মধ্যে ছিল বাংলার নদীয়ার তেহট্ট এর এক জওয়ান। তার নাম সুবোধ ঘোষ। চার বছর আগেই সে সেনাবাহিনীতে যোগদান করে। কয়েকদিন আগেই সে তার স্ত্রীকে জানিয়েছিল সামনের মাসের ছুটিতে সে বাড়ি ফিরবে। কিন্তু তারা আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না। তার মৃত্যু সংবাদ শুনে শোকস্তব্ধ গ্রামবাসী। এবার তার মৃত্যুতে সমবেদনা জানাতে দেখা গেল বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরকে।
আজ অর্থাৎ রবিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকর টুইট বার্তায় শহীদ সুবোধ ঘোষের বীরত্বকে কুর্নিশ জানিয়েছেন। পাশাপাশি টুইটে সুবোধের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এই টুইট বার্তায় তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেলকেও ট্যাগ করতে দেখা যায়। ধনকর ছাড়াও এলাকার বিধায়ক গৌরীশঙ্কর দত্ত খবর পাওয়ার পরই তড়িঘড়ি ছুটে যায় সুবোধের পরিবারের পাশে।
গৌরীশংকর ছাড়াও বেশকিছু হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বকে সুবোধের পরিবারের প্রতি সমবেদনা জানাতে দেখা গেছে। এমনকি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী পাক সেনারা অতর্কিত আক্রমণে চরম নিন্দা করেছে। এমনকি তিনি বলেছেন পাকিস্তানি সেনাকে তাদের ভাষাতেই জবাব দেবে ভারতীয় সেনা। এছাড়াও তিনি শহীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, পাক সেনার অতর্কিত আক্রমণে মৃত্যু হয় কিছু ভারতীয় নাগরিকেরও। এরপর ভারতীয় সেনাও চুপ থাকেনি। ভারী অস্ত্রের সাহায্যে ভারতীয় সেনা, পাক সেনার একাধিক বাঙ্কার ভেঙে গুঁড়িয়ে দেয়। পাল্টা প্রতুত্তরে ১১ পাক সেনা নিহত এবং ১৬ পাক সেনা আহত হয় বলে জানা গেছে।