নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে দেশ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, ভারতের অর্থনৈতিক পরিস্থিতি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, চলতি অর্থবর্ষে জিডিপির হার কমতে শুরু করেছে। এমতাবস্থায় দেশি সহ বিদেশি বিনিয়োগের ওপর বেশি জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সবথেকে বিনিয়োগ করার জন্য উপযুক্ত দেশ, এমন মন্তব্য করেই দেশি-বিদেশি সব বিনিয়োগকারীদের এ দেশে সাদরে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ, বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। সেই ভিডিওয় সকল বিনিয়োগকারীদের বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘একটি স্মার্ট সম্ভাবনাময় শহর তৈরি করতে প্রযুক্তির কোনও জুড়ি নেই এ দেশে। প্রযুক্তির দ্বারাই একটি শহরে কানেক্টেড কমিউনিটি বা সংযুক্ত গোষ্ঠী তৈরি হয়, এমন একটি ব্যবস্থার দিকেই আমরা তাকিয়ে রয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিকিকিনির হরেক জিনিস এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে আমাদের তৈরি থাকতে হবে এমনই ব্যবস্থার জন্য, যেখানে মিলেমিশেই থাকবে ফিজিক্যাল এবং ডিজিটাল কেনাবেচার পরিসর। সেখানে কেউ যদি উন্নয়ন, উদ্ভাবন, পরিকাঠামোয় ইনভেস্ট করতে চান, তবে অনুকূল গণতান্ত্রিক পরিস্থিতি দিতে তৈরি আমরা। ভারত সরকার এই দেশকে গ্লোবাল ইনভেস্টমেন্ট ডেস্টিনেশান হিসেবে গড়ে তুলতে চেষ্টার কোনও কসুর করেনি। কাজেই আপনাদের সকলকে সব সময়ে আমরা স্বাগত জানাই।’ এভাবেই দেশি-বিদেশি সব বিনিয়োগকারীদের খোলা ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।
India offers investors exactly what they need…
Come, invest in India. pic.twitter.com/r7Cb455sid
— Narendra Modi (@narendramodi) November 18, 2020