নিউজপলিটিক্সরাজ্য

শুভেন্দু দলেই ছিলেন, দলেই আছেন: শুভেন্দুর দল পরিবর্তনের প্রসঙ্গে অনুব্রত

Advertisement

বারবার পরিবহণমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিছুদিন আগে তিনি বলেছিলেন, শুভেন্দু দল ছাড়েননি। বিজেপিতে যোগদানের কথাও বলেননি। তাই তাকে নিয়ে কিছু বলবেন না অনুব্রত। এইদিন তিনি আবারও বলেন, শুভেন্দু অধিকারী দলে আছেন, দলে ছিলেন, দলে থাকবেন। অন্যদিকে আহমেদপুরের সভাতে দিলীপ ঘোষের বিষয়ে ও মুখ খোলেন তিনি।

একটানা বুথভিত্তিক সভা চালাতে দেখা যাচ্ছে তৃণমূল জেলা সভাপতিকে। তাকে ছুটতে দেখা যাচ্ছে জেলা জুড়ে। বুধবার তথা গতকাল তিনি সভা করেন আহমেদপুরে। সেই সভায় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল। ওই দিন সভা থেকে বিজেপি রাজ্য সভাপতির দিকে আক্রমণ ছুড়োতে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। সম্প্রতি দুই দিন আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছিল যে তারা বাংলাকে গুজরাট বানাবেন। এই ব্যাপারে এইদিন অনুব্রতবাবু বলেন, এইসব এখানে করা যাবেনা। বাংলার মানুষ এইসব করতে দেবেনা। গুজরাটের লোক রেখে বাংলা শাসন করবে, তা বাংলার মানুষ কখনও হতে দেবেনা। তারা বাংলাকে কি করতে চাইছে তা মানুষ ইতি মধ্যেই বুঝে গিয়েছে। তারা বাংলার মাটিকে কখনও গুজরাটের মানুষের হাতে তুলে দেবেনা।

সম্প্রতি বিজেপিকে সাহায্য করতে এসেছেন মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য। এছাড়াও পাঁচটি জোনে ভাগ করে তার দায়িত্ব পাঁচ জন কেন্দ্রীয় নেতার হাতে দিয়েছে বিজেপি। সেই বিষয়কেও এইদিন কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন,”বাইরে থেকে আসা হিদিভাষী লোকজন এনে বাংলাকে সামলাতে পারবেনা বিজেপি। রবীন্দ্রনাথের বাংলায় হিন্দিভাষীরা শাসন করবে, সেইসব রাজ্যের মানুষ মেনে নেবেনা।

এইদিন শুভেন্দু অধিকারীর বিষয়ে ও অনেক কিছু বলতে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। তিনি বলেন, দলের কোনও সমস্যা নয়, বরং দলের প্ল্যান অনুসারেই কাজ করছেন শুভেন্দু। অন্যদিকে শুভেন্দু এর পতাকা না ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন,” আমিও পতাকা ছাড়া রাজনীতি করি। এটা কোনও বড়ো বিষয় নয়।”

Related Articles

Back to top button