একবালপুর: বস্তাবন্দি তরুনীর দেহ নিয়ে একবালপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল, বুধবার রাত দুটো নাগাদ একবালপুরের মৌলানা মহম্মদ আলী রোডের ফুটপাতের ধারে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহজনক মনে হওয়ায় তড়িঘড়ি একবালপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশের দল। তারপর সেই বস্তা খুলে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ বস্তাবন্দি হয়ে রয়েছে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কে ওই তরুণী? কোথা থেকে ওই বস্তা মৌলানা মহম্মদ আলী রোডে এসে পৌঁছল, তা নিয়ে ধোঁয়াশায় একবালপুর থানায় পুলিশ। গোটা এলাকায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, তরুনীর গলায় মোটা করে ফাঁসের দাগ রয়েছে। এই দাগের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের অনুমান, তরুণীকে খুন করে বস্তাবন্দি করে ফেলে রেখে গিয়েছে কেউ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযদিও এ বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সবকিছু পরিষ্কারভাবে পুলিশের তরফ থেকে জানানো হবে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে একবালপুর থানার পুলিশ।