কিছুদিন আগে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দিয়ে রাজনৈতিক পারদ চড়িয়ে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আবারও একবার তৃণমূলের বিরুদ্ধে হুংকার ছুড়ে দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ। তিনি জানিয়ে দিলেন, তাকে বা তার দলের কাউকে আঘাত করলে তারা ছেড়ে কথা বলবেন না। ঢিল যদি পারেন তাহলে পাটকেল খেতে হবে। বিজেপি এবং তার দল যেকোনো আক্রমণের যোগ্য জবাব দেবে। এমনকি শায়েস্তা করতে আসবে কেন্দ্রীয় বাহিনী। আগামী বছর বিধানসভা নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আগমন অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তার আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা সরকারের বিরুদ্ধে হুংকার দিয়ে জল্পনা উস্কে দিলেন দিলীপ।
এটি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে দিলীপ ঘোষ বলেন,”ওরা আমার গাড়িতে হামলা করবে, আমার কর্মীদের হাত পা ভাঙ্গবে, গণধোলাই দেবে, আর আমরা ওদের চা খাওয়াবো নাকি? কোথাও বলিনি, দাড়িয়ে মার খাবো।” বিজেপি রাজ্য সভাপতি আরো বলেন,”এসি ঘরে বসে এসব বলছি না। আমরা মাঠে লড়াই করছি। ইতিমধ্যেই আমাদের শতাধিক কর্মী প্রাণ দিয়েছেন।”
এই বক্তব্যের মাধ্যমে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপি এবার আর বসে মার খাবে না। তবে তারা কি এবারে হিংসার পথে? সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট ভাবে না বললেও, ইশারা ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন এবারের বিজেপি অন্যবারের থেকে আলাদা হবে। তিনি আরো বলেছেন,”যে কেউ এখানে ঝামেলা করবে তাদের কেন্দ্রীয় বাহিনী মারবে।”
দিলিপের আরও অভিযোগ,” এতজন বিজেপি কর্মীরা যে মারা গিয়েছেন, তার কোন বিচার হয়নি। একজনও শাস্তি পাননি।” প্রসঙ্গত, এই মাসের শুরুর দিকে দিলীপ ঘোষ হলদিয়ার একটি সভাতে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে হুংকার দিয়ে বলেন, আগামী ছয় মাসে যদি স্বভাব না বদলান তাহলে হাত-পা ভেঙে দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি করলে শ্মশানে পাঠিয়ে দেয়া হবে।