এবার ফের বিধানসভা ভোটের প্রাক্কালে অনুব্রত নিশানায় দিলীপ ঘোষ। নির্বাচনের আগে বাংলায় সব রাজনৈতিক দলগুলি জোর কদমে ভোট প্রচারে নেমে গেছে। এরইমধ্যে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব এখন চরমে। তাই সম্প্রতি বীরভূমের তৃণমূল সাংসদ অনুব্রত মণ্ডল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে “ভাইরাস” বলে কটাক্ষ করেছেন। এমনকি তিনি দিলীপ ঘোষকে স্যানিটাইজ করে তৃণমূল বুথ কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি অনুব্রত মণ্ডল বীরভূমের ইলামবাজারের বুথ কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুরের সংসদ অসিত মাল, জেলা সহ-সভাপতি অভিজিৎ সিনহা, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রমুখরা। ইলামবাজার ব্লকের বাতিকার, মঙ্গলডিহি, ঘুড়িষা এবং ধরমপুর মোট চারটি অঞ্চলের বুথ কমিটি নিয়ে সম্মেলন হচ্ছিল। বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসক দল বুথ কমিটির সম্মেলন এর উপর বেশি জোর দিচ্ছে।
এই বুথ কমিটির সম্মেলন দিলীপ ঘোষের প্রসঙ্গ উঠলে অনুব্রত ওরফে কেষ্টদা দিলীপকে কটাক্ষ করে বলেন, “দিলীপ ঘোষের থেকে বড় ভাইরাস গোটা রাজ্যে আর কে আছে?” এখানেই থেমে যাননি তিনি। দিলিপের উদ্দেশ্যে বিদ্রুপ করে তিনি বলেছেন, “তাকে তৃণমূলের নেওয়ার আগে স্যানিটাইজার করে নিতে হবে। স্যানিটাইজ করে নাহলে তাকে পুকুরে চুবিয়ে নিতে হবে। আসলে তাদের আবার গোবর মাথার অভ্যাস আছে তো।”
এছাড়া এদিনকার সম্মেলনে তিনি কেন্দ্র সরকারের তীব্র নিন্দা করেছেন। তিনি কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেছেন, বর্তমানে দেশের জিডিপির হার প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলংকার থেকেও কম। আস্তে আস্তে দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। এরকম অপদার্থ কেন্দ্রীয় সরকার নাকি এক কোটি বেকারকে চাকরি দেবে বলে জানিয়েছিল। কিন্তু তা দেয়নি এবং ভবিষ্যতে দিতে পারবেনা। এছাড়াও কড়া ভাষায় তিনি বলেছেন, “নরেন্দ্র মোদী এক অপদার্থ প্রধানমন্ত্রী।”