বেলুড়: ইতিমধ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় মহারাষ্ট্রের লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজ্যে করোনা পরিস্থিতি ততটা উদ্বেগজনক না হলেও এখনও করোনা থেকে মুক্তি মেলেনি। তাই এই পরিস্থিতিকে মাথায় রেখে বেলুড় মঠের সারদাপীঠে শুরু হল দেবী জগদ্ধাত্রীর আরাধনা। তবে দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতে বেলুড়মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সমস্ত নিয়ম মেনে, রবিবার সন্ধে সাড়ে ছটা অর্থাত্ অষ্টমীর সন্ধ্যায় বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পরে জগদ্ধাত্রী পুজোর অধিবাস হয়। একে দেবীর শুদ্ধিকরণ অনুষ্ঠানও বলা হয়। আজ, সোমবার সারাদিন চলবে পুজো। তিন বেলায় সপ্তমী, অষ্টমী ও মহানবমীর পুজো সম্পন্ন হবে। মঙ্গলবার সন্ধ্যায় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা বিসর্জন। তবে পুরো প্রস্তুতিতে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি।
দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হচ্ছে মা সারদার প্রার্থনা কক্ষেই। নব্বইয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে হত পুজো। কিন্তু এবার করোনা পরিস্থিতিকে মাথায় রেখে পুনরায় সারাদা কক্ষেই পুজোর আয়োজন করা হয়েছে। দর্শকদের প্রবেশাধিকারের বাধা দেওয়া হয়েছে বলে পূজোর আচার, অনুষ্ঠান এবং মা জগদ্ধাত্রীর মূর্তি সবকিছু দর্শনের জন্য দুর্গাপূজার মতো এবারেও বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফ থেকে সকলকে অনলাইনে ইউটিউবে পুজো দেখার অনুরোধ জানানো হয়েছে।