সাধারণের সুবিধার্থে দাম কম, ৭০ শতাংশ কার্যকারিতা দেবে অক্সফোর্ডের ভ্যাকসিন
ব্রিটেন: শে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার কারণে ইতিমধ্যেই ফের মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে ভ্যাকসিনের দেখা মেলেনি। তবে এরই মধ্যে আশার বাণী শোনাল ব্রিটেন। দাবি করা হয়েছে ৭০ শতাংশ নিরাপত্তা দেবে অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন। শেষ পর্যায়ে বৃহৎ আকারের ট্রায়ালের পর দেখা গিয়েছে, করোনা ভাইরাস রোধে এই ভ্যাকসিন উপসর্গকে ৭০ শতাংশ কার্যকারিতা দিচ্ছে।
ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকার পক্ষ থেকে জানানো হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিনের ডোজিং পদ্ধতি প্রায় ৯০ শতাংশ কার্যকর হতে পারে। এ প্রসঙ্গে অ্যাস্ট্রার প্রধান নির্বাহী পাস্কাল সরিওট এক বিবৃতিতে বলেছেন, ‘এই ভ্যাকসিনের কার্যকারিতা এবং সুরক্ষা নিশ্চিত করছে। এটি কোভিড-১৯-এর বিরুদ্ধে চূড়ান্ত কার্যকর এবং এটি জনস্বাস্থ্যে জরুরি অবস্থার ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলবে।’ এখন কবে এই ভ্যাকসিন বাজারে আসবে সেটাই দেখার।