আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বাংলা অধিকারের লড়াইয়ে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব চরমে উঠেছে। কিছুদিন আগে বঙ্গ রাজনীতিতে বিরসা মুন্ডার মূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাল্যদান নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছিল। আজকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সফরে গিয়ে সেই বিরসা মুন্ডার জন্মদিনে রাজ্যে সরকারি ছুটির ঘোষণা করল। আগামী বছর থেকে ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন হিসেবে রাজ্যে ছুটি থাকবে।
আজ অর্থাৎ সোমবার বাঁকুড়ার মধ্যে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেমন রবীন্দ্রনাথের জন্মদিনে ছুটি থাকে বা নেতাজির জন্মদিন ছুটি থাকে, আম্বেদকর এর জন্ম দিনে ছুটি রয়েছে, ঈদের ছুটি হয়, গুরু নানকের জন্মদিনে ছুটি হয়, দুর্গাপূজার ছুটি থাকে ঠিক তেমনভাবেই এবার থেকে বিরসা মুন্ডা এর জন্মদিনে রাজ্যে একদিনের সরকারি ছুটি থাকবে। পরবর্তী বছরে ১৫ নভেম্বর ক্যালেন্ডার এই ছুটি অন্তর্ভুক্ত করা হবে। যদিও এই বছরও ১৫ নভেম্বর সরকারি ছুটি দেয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
কিছুদিন আগে অমিত শাহ বিরসা মুন্ডার মূর্তি ভেবে অন্য এক মূর্তিতে মাল্যদান করায় আদিবাসী সম্প্রদায়ের লোক তার ওপর চরম ক্ষেপেছিল। অমিত শাহ এক শিকারী মূর্তিতে মাল্যদান করে দিয়েছিল। সেই প্রসঙ্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে শাহকে কটাক্ষ করে জানিয়েছেন, “বিরসা মুন্ডার মূর্তি বলে অন্য মূর্তিতে মাল্যদান করেছেন শাহ। আর কত কিছু দেখতে হবে এরকম।” সেই সাথে তিনি জানিয়েছেন তিনি শিকারি কেও সমানভাবে সম্মান করেন।
বাংলা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সব রাজনৈতিক দলই আদিবাসী ভোট ব্যাঙ্ক নিজেদের দখলে আনতে চায়। তাই কিছুদিন আগে অমিত শাহ কেউ বাংলা সফরে এসে আদিবাসী বাড়িতে ভাত খাওয়া বা বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করতে দেখা গিয়েছিল। সেইমতো মুখ্যমন্ত্রী মমতা শাহের স্ট্যাটিজিকে ব্যর্থ করতে এবং দলিতদের মন জয় করতে তাদের আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডার জন্মদিনের দিন ছুটি দিয়ে মাস্টারস্ট্রোক খেললেন বলাই যায়।