গোয়া: ফুটবলের কালো মেঘের মাঝেই আগামিকাল, শুক্রবার আইএসএলের ইতিহাসে প্রথম হতে চলেছে ডার্বি। তাই বাঙালির মন খারাপের দিনে আরও একবার ফুঅতবল আবেগ মিলেমিশে একাকার হয়ে যেতে বসেছে। প্রথমবার এটিকে-মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে আগামিকাল। তাই তার আগে থেকেই উত্তেজনার পারদ চড়ছে একেবারে চরমে।
একদিকে যখন গোয়ার ভাস্কদাগামার তিলক ময়দানে এটিকে-মোহনবাগান ও ইস্টবেঙ্গল নতুনভাবে ডার্বি খেলতে নামবে, ঠিক তখনই সিডনির বাইশ গজে বিরাট কোহলিরা সেঞ্চুরি করবেন কিনা সেদিকেও কিন্তু ক্রীড়াপ্রেমী পাগলদের নজর থাকবে। একুশ বছর পর পুনরায় গোয়ায় ডার্বি হতে চলেছে। তাই সমুদ্রসৈকতের শহরে উত্তেজনার পারদ কিন্তু যথেষ্ট চড়েছে। যদিও থাকবে না গ্যালারি ভর্তি দর্শক, থাকবে না জয় মোহনবাগান, জয় ইস্টবেঙ্গল ধ্বনি। করোনা পরিস্থিতি, জৈব সুরক্ষা বলয়, সোশ্যাল ডিসটেন্সিং এসবের মাঝখানেই এবারের ডার্বি হতে চলেছে। তাই ডার্বি হলেও ঘটি-বাঙালের লড়াইয়ের আবেগ কিন্তু একইভাবেই সেরকম থাকবে আগামিকাল, এমনটা বলাই যায়।